সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে এক গুরুত্বপূর্ণ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহত হওয়া এবং চলমান বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতে বিজিবির উদ্যোগে এই বৈঠকটি হয়।
বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টাব্যাপী এই বৈঠক চলে। এটি পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়নের নাজিরগোমানী এলাকায় বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ১০০ গজ ভেতরে অনুষ্ঠিত হয়। প্রধান পিলার ৮৬৮ নম্বরের ৩ নম্বর উপপিলারের কাছাকাছি ‘ব্রিটিশ সড়ক’ এলাকায় সভাটি আয়োজিত হয়।
বিজিবির রংপুর সেক্টর কমান্ডার কর্নেল এস এম শফিকুর রহমান প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। ভারতের পক্ষে গোপালপুর সেক্টর কমান্ডার ডিআইজি ডি এস রাঠোর ১২ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বাংলাদেশের প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ৬১ বিজিবি ব্যাটালিয়নের (তিস্তা-২) অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুম।
বাংলাদেশি নাগরিক নিহত হওয়া সভায় বিজিবি গত ৪ ডিসেম্বর বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহতের বিষয়টি তুলে ধরে এবং এর ব্যাখ্যা জানতে চায়। জবাবে বিএসএফ প্রতিনিধি দল ঘটনাটির প্রতি দুঃখ প্রকাশ করে। তারা জানায়, চোরাকারবারীরা কাঁটাতার কেটে ভারতীয় সীমান্তে প্রবেশের চেষ্টা করায় এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ভবিষ্যতে এমন পরিস্থিতি যেন আর সৃষ্টি না হয়, সে বিষয়ে বিএসএফ আশ্বাস দিয়েছে।
দুই বাহিনীর সেক্টর কমান্ডারগণ সীমান্ত সংশ্লিষ্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য পোষণ করেন। এগুলোর মধ্যে রয়েছে, দুই বাহিনীরই অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত চোরাচালান কঠোরভাবে দমন করার বিষয়ে সম্মতি। সীমান্ত দিয়ে মানুষকে ঠেলে দেওয়া (পুশ-ইন) বন্ধ করার বিষয়ে একমত।
সীমান্ত এলাকায় কাঁটাতারের কাছাকাছি তিন ফুটের বেশি উচ্চতার ফসল (যেমন পাট ও ভুট্টা) চাষ না করার বিষয়ে উভয় পক্ষ সম্মতি দেয়। দা–কুড়ালের মতো দেশীয় অস্ত্র নিয়ে কাঁটাতারের কাছাকাছি না যাওয়ার বিষয়েও দুই বাহিনী একমত হয়।
উভয় সেক্টর কমান্ডার সীমান্তে যেকোনো সমস্যা দেখা দিলে আলোচনা ও সমঝোতার মাধ্যমে সমাধান করার প্রতিশ্রুতি দেন। এই বৈঠকের মাধ্যমে দুই সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পেশাদারিত্ব এবং পারস্পরিক আস্থা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।