নেত্রকোণা প্রতিনিধিঃ
নেত্রকোণার কলমাকান্দা সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৫০০ পিছ কম্বল জব্দ করা হয়েছে। শনিবার রাত ৩টার দিকে চারুয়াপাড়া বিওপি এলাকায় এসব কম্বল জব্দ করা হয়।
রোববার (২৪ নভেম্বর) দুপুরে নেত্রকোণা ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম কামরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, ব্যাটালিয়ন ৩১ বিজিবি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে একটি ট্রাকসহ ৫শ পিস (২৫ লাখ) ভারতীয় কম্বল করা হয়।
শনিবার রাত ৩ টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধীনস্থ চারুয়াপাড়া বিওপি হতে ১৬ সদস্যের টহল দল বিওপির এলাকার সীমান্ত মেইন পিলার ১১৪৪ হতে আনুমানিক ০৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে,
ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার ২নং গামারতলী ইউনিয়নের নরসিংহপুর নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। মালিকবিহীন অবস্থায় ০১টি ট্রাকসহ ৫০০ পিস ভারতীয় কম্বল আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য (২৫ লক্ষ) টাকা।