শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
১০ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

৯ লক্ষাধিক জাল টাকাসহ আটক-৫

নিউজ ডেস্ক

প্রকাশঃ ২৩ নভেম্বর ২০২৪, ২০:২৮

৯ লক্ষাধিক জাল টাকাসহ আটক-৫

নাটোর প্রতিনিধিঃ

নাটোরে যাত্রীবাহী বাস থেকে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকাসহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৩ নভেম্বর) দুপুরে সদর উপজেলার চাঁদপুর এলাকায় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার দুলাল মাদ্রাসা এলাকায় আরিফ হাওলাদার, বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার শিবপুর গ্রামের আরিফ হোসেন,পটুয়াখালী সদর উপজেলার বতলবুনিয়া গ্রামের মোস্তফা খাঁন, ঝালুকাটি জেলার রাজাপুর উপজেলার কেওয়াতা গ্রামের রফিকুল ইসলাম ও ফেরদৌস হাওলাদার।

নাটোরের পুলিশ সুপার মারুফাত হুসাইন জানান, গ্রেফতারকৃতরা রাজশাহী থেকে আলু কিনতে একটি যাত্রীবাহী বাসে রংপুর যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশ শনিবার দুপুরে চাঁদপুর এলাকায় ওই যাত্রীবাসে তল্লাশি চালায়। এসময় তাদের কাছে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকা উদ্ধার করে।

পুলিশ সুপার বলেন, জিজ্ঞাবাদ করে জাল টাকার কারখানার সন্ধান করা হবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরো খবর