মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
৭ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

মুন্সীগঞ্জে পতিত জমি থেকে নারীর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক

প্রকাশঃ ২৩ নভেম্বর ২০২৪, ১৭:২৮

মুন্সীগঞ্জে পতিত জমি থেকে নারীর মরদেহ উদ্ধার

আক্কাছ আলী মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়ায় পতিত জমি থেকে অজ্ঞাত (আনুমানিক ৪৭ বছর) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বালুয়াকান্দী এলাকায় একটি চায়ের দোকানের পিছনে পতিত জমি থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে ওইদিন সন্ধ্যা পৌনে ৬টার দিকে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন। স্থানীয়রা জানান, গত এক সপ্তাহ ধরে মানসিক ভারসাম্যহীন ওই নারী অসুস্থ অবস্থায় বালুয়াকান্দি স্ট্যান্ড ও আশপাশের এলাকায় ঘুরাফেরা করছিলেন।

 

ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি স্থানীয় বাসিন্দা না হওয়ায় তার নাম-পরিচয় জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছে গজারিয়া থানার। অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান জানান, মরদেহ থানা হেফাজতে আছে।পরিচয় জানার চেষ্টা চলছে। এছাড়া পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলছে বলে জানান এই কর্মকর্তা।

এ সম্পর্কিত আরো খবর