মজিবর রহমান, (মঠবাড়িয়া পিরোজপুর প্রতিনিধি):
পিরোজপুরের মঠবাড়িয়ায় গৃহবধূ কে ধর্ষণের ঘটনায় সজিব চাপরাশী নামে এক ধর্ষক কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ নভেম্বর) তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার সজিব চাপরাশী (২৭) উপজেলার বুখইতলা বান্ধবপাড়া গ্রামের আ. কুদ্দুস চাপরাশীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার বুখইতলা বান্ধবপাড়া গ্রামের ওই গৃহবধূর স্বামীর সঙ্গে সজিব চাপরাশী রাজমিস্ত্রির কাজ করেন।কাজের সুবাদে সজিব তাদের বসতবাড়িতে প্রায়ই আসা-যাওয়া করতেন। দীর্ঘদিন ধরে ওই গৃহবধূ কে অনৈতিক কাজের প্রস্তাব দিয়ে আসছিল।গৃহবধূ অনৈতিক প্রস্তাবে সাড়া নে দেয়ায় বুধবার সকালে তার স্বামী বাড়িতে না থাকার সুযোগে ঘরে ঢুকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
এ সময় তার ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ধর্ষক সজিব চাপরাশী পালিয়ে যায়। এ ঘটনায় ওই নারী বৃহস্পতিবার সকালে মঠবাড়িয়া থানায় বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মঠবাড়িয়া থানা অফিসার ইন(ওসি) আব্দুল্লাহ আল মামুন মামলার সত্যতা নিশ্চিত করে জানান, ভিকটিমকে বৃহস্পতিবার ডাক্তারি পরীক্ষার জন্য জেলা সিভিল সার্জন কার্যালয় পাঠানো হয়েছে। গ্রেপ্তার সজিব কে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরক করা হয়েছে।