বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
৮ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

চুয়াডাঙ্গা অবৈধভাবে মাটি কাটায় অর্ধলক্ষ টাকা জরিমানা

নিউজ ডেস্ক

প্রকাশঃ ২১ নভেম্বর ২০২৪, ২০:০৬

চুয়াডাঙ্গা অবৈধভাবে মাটি কাটায় অর্ধলক্ষ টাকা জরিমানা

জনি আহমেদ (চুয়াডাঙ্গা প্রতিনিধি):

কৃষি জমির মাটি যারা কাটে তারা অবশ্যই দেশ ও জাতির শত্রু। তবে মাটি কাটার মহোৎসব বিগত আওয়ামী লীগ সরকার থাকাকালে এ ব্যবসার বিরাট কদর ছিলো আওয়ামী লীগ নেতাদের কাছে।

যা প্রতিরোধে নামমাত্র জরিমানা করা হলেও এখনও বন্ধ হয়নি কৃষি জমির মাটি কাটার তোড়জোর। তবে তা বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যহত থাকায়-তারাই অংশ হিসেবে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামে অবৈধভাবে কৃষি জমির মাটি উত্তোলন করার অপরাধে আখিরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) ভাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএইচ তাসফিকুর রহমান।

আখিরুল ইসলাম একই উপজেলার চিৎলা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। জানা গেছে, অনুমোদন ছাড়া দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামে কৃষি জমি থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি উত্তোলন করছে।

সেসময় উপজেলা প্রশাসন হাজির হয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০এর ৪ ধারা অনুযায়ী আখিরুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন এবং দামুড়হুদা মডেল থানা পুলিশের একটি অভিযান কাজে সহযোগিতা করে।

এ সম্পর্কিত আরো খবর

সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

২২ জানুয়ারী ২০২৫