বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
৩০ পৌষ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

চুয়াডাঙ্গায় ১৩’শ ৫০ পিস নেশার ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী আটক

নিউজ ডেস্ক

প্রকাশঃ ২১ নভেম্বর ২০২৪, ১৭:০৩

চুয়াডাঙ্গায় ১৩’শ ৫০ পিস নেশার ট্যাবলেটসহ স্বামী-স্ত্রী আটক

জনি আহমেদ (চুয়াডাঙ্গা প্রতিনিধি):

চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে মাদককারবারি স্বামী-স্ত্রীকে ১৩’শ ৫০ পিস ট্যাপেন্টাডল নেশার ট্যাবলেটসহ আটক করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনী সদর উপজেলা বোয়ালমারি গ্রামের নিজ বাড়িতে যৌথঅভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলেন বোয়ালমারি গ্রামের আব্দুল মান্নানের ছেলে তারেক আজিজ (৩৫) ও তার স্ত্রী সজনী খাতুন (৩৫)। অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য জানতে পারেন, বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারি গ্রামের অভিযুক্ত তারেক আজিজ মাদক কারবার করছে। এমন সংবাদে মাদকদ্রব্য ও সেনাবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে আজিজ ও তার স্ত্রীকে আটক করা হয়।

সেসময় তাদের কাছে থাকা ১৩’শ ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। আটককৃত স্বামী-স্ত্রী অনেকদিন যাবৎ মাদক কেনাবেচা করছেন বলে অভিযোগ রয়েছে।

আটককৃত আসামিদের বিরুদ্ধে পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে ৫৫ পদাতিক ডিভিশনের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আমিনুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনী একটি চৌকশ টিম উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো খবর