মনিরুল ইসলাম ডাবলু, নাটোর প্রতিনিধিঃ
২৯ বছর পর শিক্ষকের টিউশনির টাকা পরিশোধ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন নাটোরের এক ছাত্রী। গত রবিবার (১৭ নভেম্বর) বিকালে নাটোরের বাগাতিপাড়ায় ঘটে মসনবিকতার বিরল ঘটনা। ছাত্রী তার বাসার পাশ দিয়ে হেটে যেতে দেখন ওই শিক্ষককে । এসময় ছাত্রী তার স্বামীকে দিয়ে শিক্ষককে বাসায় ডেকে নিয়ে টিউশনের বকেয়া টাকা পরিশোধ করেন।
ওই ছাত্রী জানান, ২৯ বছর আগে ১৯৯৫ সালে এস এস সি পরীক্ষার পূর্বে তিনি শিক্ষক হাওলাদারের কাছে তিনি উচ্চতর গণিত প্রাইভেট পড়তেন। সেই সময় তিন মাসের বেতন পরিশোধ করলেও এক মাসের বেতন বকেয়া রয়ে যায়। সেই থেকে এক অপরাধবোধ তাকে প্রতিনিয়ত তাড়া করতো। তাই দীর্ঘদিন পরে হলেও বকেয়া টিউশন ফি পরিশোধ করার দৃঢ় প্রত্যয় নিয়ে শিক্ষককে নিজ বাসায় ডেকে বকেয়া টিশন ফি পরিশোধ করতে
পেরে ওই ছাত্রীও নিজেকে মানবিক তাড়নাবোধ মুক্ত করলেন। ছাত্রী বলেন, শিক্ষক হলেন শ্রদ্ধারপাত্র। তার ঋণ কখনো পরিশোধযোগ্য নয়। তবুও অনেক বছর পর তার পারিশ্রমের মূল্য পরিশোধ করতে পারলে নিজেকে হালকা বোধ করবো। দীর্ঘদিনের ভূলে যাওয়া পাওনা টিউশন ফি শিক্ষক নিতে অসম্মতি জানালেও ছাত্রীর অনুরোধে তিনি তা গ্রহণ করেন এবং তার জন্য দোয়া করেন। বর্তমানে ওই ছাত্রী নিজেও শিক্ষকতা করেছেন।
আর শিক্ষক একটি সরকারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকতা শেষে অবসরপূর্ব ছুটিতে আছেন। এ বিষয়ে শিক্ষক তার মন্তব্যে বলেন,মানবিকতা ও বিবেকের বিবেচিত দায়িত্ববোধ বর্তমান প্রেক্ষাপটে খুবই বিরল। তাই দীর্ঘ দুই যুগাধিক পর দেনা পাওনার এই অপ্রত্যাশিত সমাপ্তি এক মানবতার বহিঃপ্রকাশ।