ময়মনসিংহ জেলার তারাকান্দায় দিনভর আনন্দ র্যালি, পথসভা ও আলোচনা সভার মধ্য দিয়ে পালন করা হয় দলটির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী।
সারাদেশের ন্যায় দেশের বিভিন্ন জেলায়, উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী।
তার-ই ধারাবাহিকতায় তারাকান্দা উপজেলা যুবদল, জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়। আকাশের আবহাওয়া জ্বল জ্বল করে হাসছে, প্রতৃতি কি এক আনন্দে কানাকানি করছে ঠিক এমনি পরিবেশে তারাকান্দা উপজেলা যুবদল ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ র্যালিতে হাজার হাজার মানুষের ঢল নেমে আসে দশ ইউনিয়নের নব্বই টি ওয়ার্ড হতে।
যুব নেতৃত্বে, যুবদলের ডাকে তরুণ উদীয়মান জননেতা জোবায়েদ হোসেন শাকিল সমর্থীত নেতৃবৃন্দর ডাকে তারাকান্দা উপজেলা রাজপথ কম্পিত হয়ে উঠে স্লোগানে স্লোগানে, যৌথ মুখরিত উচ্চ আওয়াজে উত্তাল রাজপথ,তাদের স্লোগান একটাই”’ শাকিল ভাই, শাকিল ভাই। কি দেখাইলো শাকিল ভাই তারাকান্দায় জায়গায় নাই।তারেক-,জিয়া, জিয়া-তারেক। মা মাঠি কাঁপছে, তারেক রহমান আসছে। শাকিল ভাই, শাকিল ভাই। ধানের শীষ, ধানের শীষ। “
যুবনেতাদের ডাকে জনতার ঢল ছিলো নানান বর্নাঢ্যে, নানান নাচে-গানে,নানান ধরনের আয়োজনে, ধানের শীষের গানে-গানে ছন্দে-ছন্দে এক রঙ্গিলা আয়োজনে তারাকান্দার যুব নেতৃত্ব আরও একধাপ এগিয়ে গেলো এমনটায় জানান সাধারণত জনগণ।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা বারার সাথে সাথে যুবদলের ডাকে তারাকান্দায় দিনভর আনন্দ র্যালি, পথসভা ও আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয় দলটির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জোবায়েদ হোসেন শাকিল। তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী ১৪৬, ময়মনসিংহ -২ (ফুলপুর -তারাকান্দা) আসনের । তিনি সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ)বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। সাধারণ সম্পাদক, ময়মনসিংহ মহানগর যুবদল।
তিনি জানান এই তারাকান্দায় আমার জন্ম। আমি সারা জীবন আপনাদের পাশে থেকে আমার জীবন উৎস্বর্গ করে দিবো। এই তারাকান্দা-ফুলপুরে কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস, ভূমী দস্যু, মাদক ব্যবসায়ির জায়গায় হবে না। আমি শাকিল বেঁচে থাকতে তা হতে দিবো না।
কারণ আমি আপনাদের-ই সন্তান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান প্রবর্তিত ৩১দফার কর্মসূচীর প্রচারনা বৃদ্ধির লক্ষ্যে রাজপথে, তারাকান্দা-ফুলপুরে প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি মানুষের কাছে পৌঁছে দেওয়া ও বাস্তবায়ন করাই আমার মূল লক্ষ্য।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এখানে উল্লেখ যে, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর যুব অঙ্গসংগঠন। জিয়াউর রহমান১৯৭৮ সালের ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নামে বিএনপির যুব সংগঠন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক আবুল কাশেম যিনি পরবর্তীতে সভাপতি এবং সাইফুর রহমান প্রথম সাধারণ সম্পাদক ছিলেন। সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন। স্লোগান
শিক্ষা, ঐক্য, প্রগতি।