বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
৩০ পৌষ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

দুর্গাপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর বিষপানে মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশঃ ২০ নভেম্বর ২০২৪, ১৫:৪৪

দুর্গাপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর বিষপানে মৃত্যু
নূর আলম (দুর্গাপুর নেত্রকোণা প্রতিনিধি):
নেত্রকোণার দুর্গাপুরে পারিবারিক কলহের জেরে বৃষ্টি আক্তার (২৫) নামে এক গৃহবধূর বিষপানে মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের কেরণখলা গ্রামে এ ঘটনা ঘটে। গৃহবধূ বৃষ্টি আক্তার ওই গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী ও দুই সন্তানের জননী৷
পুলিশ জানায়,গৃহবধূ বৃষ্টি আক্তার পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার রাতে বিষপান করে। বিষপান করে ঘরে ছটফট করলে বাড়ির লোকজন তাকে দ্রুত দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে এগারোটার দিকে তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন,বৃষ্টি আক্তারের সঙ্গে তার স্বামীর পারিবারিক কলহ চলছিল। এরই জেরে সে বিষপান করেছে বলে জানা গেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোণা মর্গে প্রেরণ করা হবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন।

এ সম্পর্কিত আরো খবর