বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
৩০ পৌষ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

কালীগঞ্জে দুই মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক

প্রকাশঃ ২০ নভেম্বর ২০২৪, ১০:৪৯

কালীগঞ্জে দুই মাদক ব্যবসায়ী আটক
মোঃ ওমর আলী মোল্যা (গাজীপুর- প্রতিনিধি):

 

গাজীপুরের কালীগঞ্জে মাদক বিরোধী  অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।১৯ নভেম্বর (মঙ্গলবার)  রাতে পৌরসভার বাঙ্গাল হাওলা এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

আটক কৃতরা হলো, পৌরসভার বাঙ্গাল হাওলা এলাকার রহিম শেখ (৪৫) এবং  আরাফাত শেখ (৩৫)।আটক কৃতরা দীর্ঘদিন যাবৎ তাদের নিজ এলাকা সহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা করে আসছে। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গাল হাওলা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ।

সে সময় মাদক বিক্রেতা আরাফাত শেখ ও রহিম শেখকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে আরাফাত শেখের কাছ থেকে ৩৩ পিস ইয়াবা এবং রহিম শেখের কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করে পুলিশ।

সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ  মোঃ আলাউদ্দিন জানান, আটক দুই মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে । মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারে মাদক বিরোধী  অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরো খবর