মেহেদী হাসান মেহের বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলা সদর ইউনিয়নের মনাইখালি গ্রামের সিথিল হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাঞ্ছারামপুর এস এম পাইলট উচ্চ বিদ্যালের শিক্ষক-শিক্ষার্থীরা।
গতকাল রবিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। পরে হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে বাঞ্ছারামপুর বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল মনসুরের বরাবর স্মারকলিপি প্রধান করেন।
এলাকা সূত্রে জানা গেছে, নিহত সিথিলের নানার বাড়ি বাঞ্ছারামপুর উপজেলার সদর ইউনিয়নের মনাইখালী গ্রামে। তার মামা মেহেদী হাসানের বিয়ে ও একটি মামলার ঘটনায় নিয়ে প্রতিবেশী মহিউদ্দিনের সঙ্গে বিরোধ চলছিল। এরই জের ধরে, গত শুক্রবার (১৫ নভেম্বর) দিনগত রাতে মহিউদ্দিন ও তার দলবল নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে সিথিল ও তার সঙ্গীদের বাড়িতে হামলা চালিয়ে কুপিয়ে শিথিল, শহীদ শিকদার, রহমত মেম্বার, ময়না আক্তার, শফিকুল ইসলাম, হাসেম মিয়াসহ ৯ জনকে আহত করে। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার পর ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হলে, পরে ঐদিন বিকালেই চিকিৎসাধীন অবস্থায় সিথিলের মৃত্যু হয়।
সিথিলের সহপাঠী উম্মে হাফসা বলেন, বন্ধু জুনায়েদ সরকার ফাহাদ সিথিলের হত্যার বিচারের দাবিতে আমরা মানববন্ধন করেছি। শিথিলকে নির্মমভাবে হত্যায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
ইউএনও মুহাম্মদ আবুল মনসুর বলেন, স্মারকলিপি পেয়েছি। অপরাধী মহিউদ্দিন ও তার লোকদেরকে আইনের আওতায় আনা হবে।