মজনুর রহমান আকাশ,মেহেরপুর
মেহেরপুরের গাংনীতে শিক্ষা উপদেষ্টার প্রতিশ্রুতি মোতাবেক ২০% বাড়িভাড়া ও ১৫০০ টাকা চিকিৎসাভাতার দাবীতে মানব বন্ধন করেছেন শিক্ষকগণ। আজ শনিবার বেলা ১১টার দিকে গাংনী শিক্ষা পরিবারের ব্যানারে গাংনী প্রেসক্লাবের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি গাংনী উপজেলা শাখার সাধারণ সম্পাদক সায়েম হক পল্টু ও গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির গাংনী উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মকলেসুর রহমান, তেরাইল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিনারুল ইসলাম, গাংনী মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক আমিরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জামাল হোসেন।
বাংলাদেশ শিক্ষক সমিতির মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আল হেলাল, কাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন, ভাটপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসানুজ্জামান। গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলরুবা। দেবীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রফিকুল ইসলাম কবি।
বক্তারা অনতিবিলম্বে সরকারের দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়নের দাবী জানান। অন্যথায় বৃহৎ কর্মসূচি গ্রহণ করা হবে বলেও ঘোষণা দেন। সেই সাথে রোববার ঢাকায় অনুষ্ঠিতব্য শিক্ষক সমাবেশে অংশ গ্রহনের জন্য সকল আহবান জানানো হয়।