জুয়েল রানা, মধুপুর
টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন ৯নং অরণখোলা ইউনিয়নের আমলীতলা মাদ্রাসার ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ-এর নির্বাচনী মতবিনিময় সভা।
শুক্রবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা বিএনপির কৃষকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ।
সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম মাসুদ।
প্রধান অতিথির বক্তব্যে টাঙ্গাইল-১ (মধুপুর–ধনবাড়ী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী লে. কর্নেল (অব.) আসাদুল ইসলাম আজাদ বলেন,
“আপনাদের উপস্থিতি দেখে আমার বুকটা ভরে গেছে। আপনারা যদি আমার পাশে থাকেন এবং সামনের পথে এগিয়ে যেতে উৎসাহ দেন, তবে আমি মধুপুর–ধনবাড়ী আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাই।”
তিনি আরও বলেন,
“মানুষের বিপদে যে পাশে থাকে, সেই আসল নেতা। আমি লুঙ্গি পরা আপনাদের মতো সাধারণ মানুষের পাশে আছি। তারেক রহমান যদি আমাকে মনোনয়ন দেন, তাহলে আমি নির্বাচন করব। আর যদি দলের অন্য কাউকে দেন, তাহলে আমি আপনাদের সঙ্গে নিয়ে তার জন্য কাজ করব।”
এ সময় কর্নেল আজাদ জানান, তার লক্ষ্য হচ্ছে এলাকায় পাঁচটি টেকনিক্যাল ও কারিগরি কলেজ প্রতিষ্ঠা করা। তিনি বলেন,
“আমাদের সন্তানদের দক্ষ ও শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। আমি ইতিমধ্যে ৭২ জন যুবককে ড্রাইভিং লাইসেন্স করিয়ে দিয়েছি, কম্পিউটার প্রশিক্ষণ দিয়েছি—এদের অনেকে এখন চাকরি করছে ও বাবা-মাকে সহযোগিতা করছে।”
সভায় আরও উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক মো. নুরুল আলম মেম্বার, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দসহ যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।