মোঃ ওমর আলী মোল্যা (গাজীপুর -প্রতিনিধি):
গাজীপুরের কালীগঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযানে দুই মাদক সম্রাটকে মাদকসহ গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
শনিবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার পৌরসভার মূলগাঁও ও তুমলিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৫ পিছ ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, পৌরসভার মূলগাঁও এলাকার দীলিপ বর্মণের ছেলে তপু বর্মণ (৩০) এবং তুমলিয়া এলাকার মৃত শহিদুল্লাহর ছেলে অহিদ (৫০)। তারা দু’জনেই নিজ এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত।
রবিবার (১৭ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন।
তপু বর্মণের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ সনের ১০(ক) ধারায় মামলা হয়েছে, যার মামলা নং-২২(১১)২৪ এবং অহিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
ওসি বলেন, এরা এলাকায় মাদক সম্রাট হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তাদের গ্রেপ্তারের চেষ্টা চলে আসছিল। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই স্পটে অভিযান পরিচালনা করে তপু বর্মণ ও অহিদের কাছ থেকে যথাক্রমে ২৫টি ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। তাদের একজনের বিরুদ্ধে থানায় মামলাও রজু করা হয়েছে এবং অহিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।