শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫
১০ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

মঠবাড়িয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক

প্রকাশঃ ১৬ নভেম্বর ২০২৪, ১৭:০৮

মঠবাড়িয়ায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

মজিবর রহমান, মঠবাড়িয়া (পিরোজপুর)প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়ায় গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা -২০২৪ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে পৌর শহরের উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সভা কক্ষে মঠবাড়িয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজন বিতর্ক এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সামসুল হক খোকার সভাপতিত্বে ও সাংবাদিক ইসরাত জাহান মমতাজ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা – পৌর প্রশাসক আবদুল কাইয়ূম।
বিশেষ অতিথি হিসেবে যথাক্রমে বক্তব্য রাখেন পিরোজপুর দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক শরীফ শেখ ও মোঃ কামরুজ্জামান।

এ ছাড়াও বক্তব্য রাখেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর আবুল খায়ের,সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন,বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফয়সাল মিয়া,মঠবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি মিজানুর রহমান মিজু প্রমুখ।

দুর্নীতি দমনে প্রতিকার নয়,প্রতিরোধই শ্রেষ্ঠ পন্থা এই বিতর্কে কেএম লতীফ ইনস্টিটিউশন,সরকারি হাতেমালি মাধ্যমিক বালিকা বিদ্যালয়,উদয়ন মাধ্যমিক বিদ্যালয়,বেতমোর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এরপর চারটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পাঁচটি বিতর্ক প্রতিযোগিতার টিম গঠন করা হয়।বিতর্ক প্রতিযোগিতায় কে এম লতীফ ইনস্টিটিউশন প্রথম স্থান অধিকার করে। বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিতর্ক চর্চা এবং

সমাজের দুর্নীতি প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আবির,একাডেমিক সুপারভাইজার নজরুল ইসলাম,দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য বৃন্দ গণমাধ্যম কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

এ সম্পর্কিত আরো খবর