সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
২৮ পৌষ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প

নিউজ ডেস্ক

প্রকাশঃ ১৫ নভেম্বর ২০২৪, ২০:৪০

সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর স্মরণে ফ্রি মেডিকেল ক্যাম্প

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর স্মরণে শুক্রবার (১৫ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
শ্রীনগর উপজেলার নিজ গ্রাম মজিদপুর দয়হাটা কফিলউদ্দিন চৌধুরী ইনস্টিটিউটে ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়।

সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহী বি চৌধুরী বলেন, আমার বাবা বিক্রমপুর বাসীর প্রাণ ছিলেন। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আমার বাবার মতো সবসময় আমরা যেন এলাকার মানুষের পাশে থাকতে পারি।

তিনি আরও বলেন, উত্তরা মহিলা কলেজে ও হাসপাতালে ২৫ জন ডাক্তারের মাধ্যমে ৩ হাজার মানুষকে ফ্রি চিকিৎসা ও ওষুধ দেওয়া হচ্ছে

এ সম্পর্কিত আরো খবর