সাইফুল ইসলাম সাগর, কলাপাড়া উপজেলা,(পটুয়াখালী) প্রতিনিধিঃ
বাজার সিন্ডিকেট ভেঙ্গে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনার লক্ষে ন্যায্য মূল্যে সবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয় করার জন্য,
আজ বৃহস্পতিবার মহিপুরে সপ্তাহিক হাটের দিন উপলক্ষে সকাল ৮টায় ন্যায্য মূল্যের দোকান উদ্ভোদন করেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী, মহিপুর সদর ইউনিয়ন শাখা।
সরাসরি পাইকারি আড়ৎ থেকে নিত্য প্রযোজনীয় পণ্য ও সবজি কিনে মধ্যস্বত্বভোগী ছাড়াই ভোক্তাপর্যায়ে পণ্য বিক্রি করা হচ্ছে। তাই কম দামে সবজি বিক্রি সম্ভব হচ্ছে উদ্যোক্তাদের। হাটে আসা জনসাধারণ বাজারের চেয়ে অধিকাংশ পণ্য কম দামে কিনতে পারছেন।
হাটে আসা ক্রেতা মোঃ ইউসুফ গাজি (৫০) বলেন, বাজারে অন্য দোকানের থেকে কম দামে আমি আলু,এবং পিয়াজ ক্রয় করেছি,এবং এই রকম ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় হলে আমাদের ক্রয় ক্ষমতার সাধ্যের মধ্যে থাকবে। রাশিদা বেগম বলেন, কম দামে পণ্য কিনতে পেরছি, বাজার নিয়ন্ত্রণে তাদের এই উদ্যোগটি আমার কাছে ভালো লেগেছে।
ক্রেতা জামাল গাজী বলেন, ৮০ টাকার একটি তাজা লাউ অর্ধেক দামে কিনতে পেরেছি। অন্যান্য সবজির দামও কম। এমন দোকান এলাকায় এলাকায় ছড়িয়ে পরলে অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে যাবে বলে বিশ্বাস।
বাজারটি পরিচালনার দায়িত্বে থাকা আব্দুল্লাহ আল নোমান জানিয়েছেন, বাজারের সিন্ডিকেট ভাঙতে এবং কম আয়ের নাগরিকদের সুবিধার জন্য এই দোকান চালু করছি আমরা। এর কার্যক্রম আরও বৃদ্ধি করা হবে।
আরও বলেন, মহিপুর বাজারের পাইকারি বিক্রেতাদের কাছ থেকে কিনে ন্যায্য মূল্যে খুচরা বাজারে বিক্রি করা হচ্ছে। তাই চাহিদাও রয়েছে অনেক বেশি।
মহিপুরের সচেতন নাগরিক ও ইয়ুথ ফাউন্ডেশন বাংলাদেশ, মহিপুর শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন বলেন, বাজার সিন্ডিকেটের কারণে দেশের জনসাধারণের পকেট থেকে টাকা হাতিয়ে নেওয়া হয়। এ সিন্ডিকেটের বিরুদ্ধে সচেতন নাগরিকদের এ উদ্যোগ প্রশংসার দাবিদার।
সাংবাদিক মোঃ ইউসুফ মুন্সি বলেন, ন্যায্য মূল্য পণ্য বিক্রি একটি মহৎ উদ্যোগ। এই কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়া উচিৎ বলে আমি মনে করি এবং সরকারের এব্যাপারে উদ্যোগ নেয়া উচিৎ,যাতে সাধারণ মানুষের দোরগোড়ায় এই সেবা পৌঁছে দিতে পারে।
উল্লেখ্য, লাউ আকার ভেদে ৩০-৪৫ টাকা, আলু ৬০ টাকা,পিয়াজ ১০৫ টাকা দরে বিক্রি হয়েছে।