বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
৩০ পৌষ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

ভোলা -২ আসনের সাবেক সংসদ সদস্য মুকুল গ্রেফতার

নিউজ ডেস্ক

প্রকাশঃ ১৩ নভেম্বর ২০২৪, ২২:৪৩

ভোলা -২ আসনের সাবেক সংসদ সদস্য মুকুল গ্রেফতার

মে.সবুজ,(ভোলা প্রতিনিধি): 

ভোলা -০২ আসনের(বোরহানউদ্দিন -দৌলতখান) সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে গ্রেফতার করেছে র‍্যাব-২ এর একটি টিম।

বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় নাহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে গ্রেপ্তার করা হয়েছে।

সাবেক এই সংসদ সদস্য আলী আজম মুকুল ২০১৪ সালে ভোলা-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করলে এমপি পদ হারান তিনি।

এ সম্পর্কিত আরো খবর