রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
৪ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

মঠবাড়িয়ায় সাড়ে ৪ হাজার কৃষকদের দেয়া হবে সার ও বীজ

নিউজ ডেস্ক

প্রকাশঃ ১৩ নভেম্বর ২০২৪, ২০:২৬

মঠবাড়িয়ায় সাড়ে ৪ হাজার কৃষকদের দেয়া হবে সার ও বীজ
মজিবর রহমান,মঠবাড়িয়া (পিরোজপুর)প্রতিনিধি:
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় প্রায় সাড়ে ৪ হাজার কৃষকদের বিনামূল্যে দেয়া হবে সার ও বীজ। বুধবার (১৩ নভেম্বর) সকালে কৃষি অফিস মিলনায়তনে সার ও বীজ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন ও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ দীনেশ চন্দ্র মজুমদার, সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন, খাস মহল লতিফ ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান, প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান মিজু, কৃষক রবীন্দ্রনাথ বালা প্রমুখ। শেষে  প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম সার ও বীজ বিতরণ করেন।

এ সম্পর্কিত আরো খবর