মোঃ মাকসুদুর রহমান রোমান (শেরপুর জেলা প্রতিনিধি):
শেরপুরে সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথ অভিযানে ১৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে।১১ নভেম্বর সোমবার দিবাগত রাত ১টার দিকে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের পাঁচগাও এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ গ্রেফারের বিষয়টি নিশ্চিত করেন।গ্রেফতারকৃতরা হলেন, নালিতাবাড়ী উপজেলার কসলপাড় ইউনিয়নের পাঁচগাঁও দক্ষিণ নদীর পাড় এলাকার মো. মুন্তাজ আলীর ছেলে মো. জুয়েল রানা (২৭) ও একই এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে মো. আয়নাল হোসেন (৫০)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর অস্থায়ী সেনা ক্যাম্পের ১৩ বীরের মেজর তাওসিফ বিন হাসান এবং শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সোমবার দিবাগত রাত ১টার দিকে জেলার নালিতাবাড়ী উপজেলার কসলপাড় ইউনিয়নের পাঁচগাও গ্রামে এক মাদক বিরোধী অভিযান চালায়।
এসময় মো. জুয়েল রানা ও মো. আয়নাল হোসেনকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে মো. জুয়েল রানার বসতঘরের ভিতরে খাটের নীচে তল্লীশ করে একটি প্লাস্টিকের বস্তার ভিতরে পাঁচটি পলিথিন কাগজে মোড়ানো অবস্থায় ১৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ জানান, সেনাবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে মো. জুয়েল রানা ও মো. আয়নাল হোসেন গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ১৩ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। এব্যাপারে ওই দুই কারবারিকে নালিতাবাড়ী থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।