রবিউল আলম (কুমিল্লা প্রতিনিধি):
জমে উঠেছে কুমিল্লায় উদ্যোক্তা মেলা। আজ সোমবার কুমিল্লা উদ্যোক্তা মেলায় ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়।
কুমিল্লা নগরীর বঁধুয়া কমিউনিটি সেন্টারে F.Y business platform এর মালিক ও প্রতিষ্ঠাতা ফয়জিয়া ইয়াসমিন এর উদ্যোগে গতকাল রবিবার থেকে মেলা শুরু হয়। আগামী বুধবার পর্যন্ত চলবে এই মেলা।
বাচ্চা,নারী-পুরুষ সকলের নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রসাধনী,বই স্টল, পোশাক সহ ঘর সাজানোর বিভিন্ন আসবাবপত্র দিয়ে সজ্জিতয় করা হয়েছে ২য় ও ৩য় তলায় আয়োজিত মেলাটি।
মেলা পরিদর্শনকালে কুমিল্লার হোমনা উপজেলার নির্বাহী অফিসার ক্ষেমালিকা চাকমা বলেন, মেলার আয়োজনে আমরা খুব আনন্দিত। আমার হোমনার মেয়েদের স্বাবলম্বী করতে আমি একটি প্লাটফর্ম করেছি। সেটির নাম দিয়েছি আত্মবিশ্বাস। প্রত্যেকে কাজ করে স্বাবলম্বী হচ্ছে। দীর্ঘদিন পর এমন একটি মেলার আয়োজন করায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি।
সামিয়া নামের এক দর্শনার্থী বলেন, আমার মা এবং বোনকে নিয়ে মেলায় এসেছি। এমন পরিবেশে আসতে পেরে ভালো লাগছে। আয়োজকদের ধন্যবাদ।
জান্নাতুল ফেরদৌস স্বর্ণা নামের এক নারী উদ্যোক্তা বলেন, গত উদ্যোক্তার মেলার তুলনায় এবার আরও ভালো মনে হচ্ছে। মেলার প্রথম দিনেই যে সাড়া পেয়েছি তাতে বুঝা যাচ্ছে ভালো কিছু হবে এবার।
আরেক নারী উদ্যোক্তা রুমানা আক্তার রুবি ওরফে রোব্বান বলেন, মেলা উপলক্ষে মেয়েদের ও বাচ্চাদের টিশার্টে ছাড় দেয়া হয়েছে। যে কোন কাস্টমার আমার এখান থেকে নিয়ে যেতে চাইলে স্বল্প মূল্যে নিতে পারবে।
মেলার উদ্যোক্তা এবং F.Y business platform এর মালিক ও প্রতিষ্ঠাতা Fouzia Yesmin বলেন, ৫ আগষ্ট পর এই পর্যন্ত কুমিল্লায় নগরীতে উদ্যোক্তা মেলা হয়নি। দীর্ঘদিন উদ্যোক্তা তাকিয়ে আছে, কখন উদ্যোক্তা মেলা হবে। সে সুবাদে মেলাটি শুরু করতে পেরেছি। আমরা প্রতিবছর শীতের আগাম মুহুর্তে উদ্যোক্তাদের নিয়ে মেলাটির আয়োজন করে যাওয়ার চেষ্টা করে যাবে । গতবারের তুলনায় এবার স্টল বেশি করা হয়েছে।
মেলার প্রথম দিন থেকে ক্রেতাদের যে উপস্থিতি দেখা যাচ্ছে, আশা করছি ভালো কিছু হবে। সবকিছুর পাশাপাশি নিজেদের তুলে ধরার জন্য অনলাইনের পাশাপাশি বিভিন্ন মেলায় অংশগ্রহন করে প্রোডাক্টের মাধ্যমে নিজেদের পরিচয় তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে প্রতিটা উদ্যোক্তা। তারা আয় করে নিজেরা স্বাবলম্বী হচ্ছে। এটার প্রসার বছর বছর বৃদ্ধি পাচ্ছে।

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে এনেছে গ্রামবাসী। এব্যাপারে আপনার মতামত কি?