শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫
৩ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

আখাউড়ায় যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

নিউজ ডেস্ক

প্রকাশঃ ১০ নভেম্বর ২০২৪, ১৫:১৪

আখাউড়ায় যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

মেহেদী হাসান মেহের বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের বিশেষ অভিযানে তিন যুবলীগ নেতা গ্রেপ্তার।গ্রেপ্তারকৃতরা হলেন বড় কুড়িপাইকা গ্রামের মৃত আবুল ফয়েজ মিয়ার ছেলে দক্ষিণ ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক হামিদুল ইসলাম ফোরকান, আরেকজন একই ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মৃত. নুরুল ইসলাম ভুঁইয়ার ছেলে এরশাদুল ইসলাম ভুঁইয়া এবং অন্যজন ধরখার ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক ঘোলখার গ্রামের বাবুল ভুইঁয়ার ছেলে মোঃ তামিম ভুঁইয়া।

শনিবার (৯ নভেম্বর) বিকেলে আখাউড়া থানার ওসি আবুল হাসিম জানান, ছাত্র অধিকার পরিষদের করা বিস্ফোরক আইনের মামলায় শুক্রবার দিনগত রাতে উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার এলাকায় ও দক্ষিণ ইউনিয়নের বড় কুড়িপাইকা গ্রামে অভিযান চালিয়ে এই তিন যুবলীগ নেতাকে আটক করা হয়েছে।
আজ দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এ সম্পর্কিত আরো খবর