নাটোর প্রতিনিধিঃ
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে নাটোরে ছাগীর মাংস খাসি বলে বিক্রির চেষ্টাকালে এক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৫ জুলাই) সকালে নাটোর সদর উপজেলার নিচাবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে “বিসমিল্লাহ খাসি গোস্তের ঘর” নামক মাংস বিক্রয় দোকানে ছাগীর মাংসকে খাসির বলে বিক্রির অভিযোগ পাওয়া যায়।দোকানটির মালিক শেখ মুক্তার হোসেন ইসলাম (৫৬) ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছিলেন বলে প্রমাণিত হয়।
অভিযান চলাকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান নিজে উপস্থিত থেকে এই অভিযান পরিচালনা করেন।ঘটনাস্থলে উপস্থিত থেকে তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় অভিযুক্তকে ১৫,০০০ (পনেরো হাজার) টাকা জরিমানা করেন।
অভিযানে সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নাটোর জেলা শাখার সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, সনাক (টিআইবি) নাটোর এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি চৌকস দল।
সহকারী পরিচালক মোঃ নাজমুল হাসান বলেন, “জনসাধারণকে প্রতারণামূলক খাদ্য বিক্রয় থেকে রক্ষা করতেই আমাদের এই অভিযান।ভবিষ্যতেও এমন অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।