মেহেদী হাসান বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ বাঞ্ছারামপুর উপজেলা শাখার উদোগ্যে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (৭-১১) দুপুরে বাঞ্ছারামপুর সদরে মাওলাগঞ্জ অডিটোরিয়ামে কর্মী সম্মেলনে বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েক শতাদিক আলেম ওলামা অংশগ্রহণ করেন।
বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ বাঞ্ছারামপুর উপজেলা শাখা ও সোনাকান্দা দারুল হুদা দরবার শরিফের খলিফা আলহাজ্ব মোঃ আবুল হাসেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হযরত মাওলানা মোঃ মাহমুদুর রহমান পীর, বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ বাঞ্ছারামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শাহআলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ সোনাকান্দা দারুল হুদা দরবার শরিফের খলিফা আলহাজ্ব হযরত মাওলানা আবুবকর ছিদ্দিক রহমানি, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা আব্দুল্লাহ আল-মামুন, বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ কুমিল্লা জেলা শাখার সাধারণ সম্পাদক হযরত মাওলানা আবুবকর ছিদ্দিক, বাংলাদেশ ইসলামি ছাত্র কাফেলার সভাপতি হযরত মাওলানা সাইফুল ইসলাম মাহমুদি, মোঃ ফারুক মাস্টার, মাওলানা আবুল হোসেন সহ অনন্যরা।
আলোচনা শেষে বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড সহ মোট ৪৩টি শাখার কমিটি গঠন করা হয়। বক্তারা এই সময় বলেন বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ বাঞ্ছারামপুর উপজেলা শাখা নেতৃত্ববৃন্দদের মাধ্যমে বাঞ্ছারামপুর উপজেলায় সঠিক ইসলাম পৌঁছে দেওয়ার জন্য কাজ করে যাবে। আল্লাহ ও আল্লাহর রাসুল (সাঃ) এর বিধানকে কুরআন হাদিস মোতাবেক সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।
আপনারা সকলে আমাদের সম্মেলনে এসে সাফল্য মণ্ডিত করায় আপনাদের সকলেকে ধন্যবাদ। বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ বাঞ্ছারামপুর উপজেলা শাখা আল্লাহও আল্লাহ রাসুল (সাঃ) কে অনুসরন করে আপনাদের ভালো কিছু দিবে এটা আমাদের বিশ্বাস। পরে দোয়া ও মোনাজাত করে অনুষ্ঠান শেষ করা হয়।