মাহিনুর ইসলাম মাহিন, বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের বড়লেখায় সোস্যাল ফাউন্ডেশন উজিরপুর এর ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (২ জুলাই) সকাল ১১টায় উপজেলার বর্ণি ইউনিয়নের উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছমির উদ্দিন ও লেচু বেগম হাফিজিয়া মাদরাসায় ৭০ জন ছাত্র-ছাত্রীর মাঝে কলম, খাতাসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উজিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নেহার বেগম, সহকারী শিক্ষক ধনেশ চক্রবর্তী, সহকারী শিক্ষিকা মজলুফা বেগম, ইউপি সদস্য নুনু মিয়া,
ফাউন্ডেশনের সহ-সভাপতি আবু বক্কর, সহ-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, অর্থ সম্পাদক জাকির হোসেন, সাজু আহমদ, আবু তাহের, রিফাত আহমেদ, রুহান আহমদসহ প্রমুখ।
ফাউন্ডেশনের দায়ীত্বশীলরা বক্তব্যে বলেন, শুরু থেকেই ফাউন্ডেশন শিক্ষার ক্ষেত্রে খুবই দায়িত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই তাৎপর্যপূর্ণ সময়ে, আমরা শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের মাধ্যমে শুধু কিছু সামগ্রী নয়, তাদের জীবনে নতুন আশার আলো পৌঁছে দিতে পেরেছি।
এই আয়োজনের মাধ্যমে আমরা আরও একবার অঙ্গীকার করেছি, একটি শিক্ষিত প্রজন্ম গঠনের পথে সোস্যাল ফাউন্ডেশন নিরলসভাবে কাজ করে যাবে। সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে।