জয়নাল আবেদিন, (রাজশাহী জেলা) প্রতিনিধি:
৩১ সদস্য বিশিষ্ট জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এর আগে মো: নুরে ইসলাম মিলনকে আহ্বায়ক এবং ফয়সাল আজম অপুকে সদস্য সচিব করে রাজশাহী বিভাগীয় পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করার আহবান জানান জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটি।
এর পেক্ষীতে (৭ নভেম্বর)বৃহস্পতিবার জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে রাজশাহীর আটটি জেলা শাখা কমিটির আহ্বায়ক সদস্য সচিবদের মতামতের ওপরে ভিত্তি করে ৩১ সদস্য বিশিষ্ট রাজশাহী বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠিত হয়।
এ সময় জাতীয় সাংবাদিক সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি মমিনুর রশিদ শাইন ও সংগঠনের মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম রাজশাহী বিভাগীয় আহ্বায়ক মো: নুরে ইসলাম মিলনের হাতে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক
কমিটি হস্তান্তর করেন।
৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অন্য সদস্যরা হচ্ছেন রাজশাহী জেলা শাখার আহ্বায়ক গোলাম শারোয়ার নিউজ টাইমস,সদস্য সচিব মো: আকতার রহমান এশিয়ান টিভি,চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক মো: আলেক উদ্দিন দেওয়ান দৈনিক মুক্ত খবর ,সদস্য সচিব আলাউদ্দিন ভোরের দর্পন ,নওগাঁ জেলা শাখার আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক মাইটিভি ,সদস্য সচিব নবীর উদ্দিন দৈনিক করতোয়া,জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক রফিকুল ইসলাম এটিএন বাংলা/এটিএন নিউজ,সদস্য সচিব কবীর হোসেন ভোরের কাগজ,বগুড়া জেলা শাখার
আহ্বায়ক আবু মুসা দৈনিক বগুড়া,সদস্য সচিব ইউনুস উদ্দিন দৈনিক মুক্ত বার্তা,সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক আ.খ.ম একরামুল দৈনিক জাতীয় অর্থনীতি,সদস্য সচিব আবদুল লতিফ দৈনিক সিরাজগঞ্জ কন্ঠ,পাবনা জেলা শাখার আহ্বায়ক নাহীদ মাইটিভি,সদস্য সচিব সালিাউদ্দিন ভোরের দর্পন,মো: তোফাজ্জল হোসেন আরটিভি নাটোর,শেখ রবিউল ইসলাম আজম সাপ্তাহিক অপরাধ দমন পাবনা,সুমাইয়া সুলতানা হ্যাপী গনধ্বনী প্রতিদিন ঈরশ্বদী,পাবনা,মো: সুরুজ আলী দৈনিক উপচার রাজশাহী,মো: নাঈম হোসেন কালের কন্ঠ রাজশাহী,মো: আাসাদুজ্জামান আসাদ আমার দেশ/গনধ্বনী প্রতিদিন, মো: আমিরুল হোসেন সান্ত ডেইলি ষ্টেট ব্যুারো প্রধান রাজশাহী,জাহিদ হাসান আজকের পত্রিকা,মাহাবুবজ্জামান সেতু যায়যায়দিন মান্দা,নওগাঁ,মো: পাভের ইসলাম মিমুল দৈনিক বর্তমান রাজশাহী,মিজানুর রহমান মিজান যুগান্তর চারঘাট,সারোয়ার হোসেন সবুজ দৈনিক আলোকিত সকাল,গোদাগাড়ী,এস.এম রবিউল ইসলাম,দৈনিক আমাদের কন্ঠ দুর্গাপুর,মো: সানাউল্লাহ স্বপন বাংলার নবকন্ঠ ও জাকির হাসান টুটুল দৈনিক গনতদন্ত তানোর। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আগামী ২৮ ডিসেম্বরের মধ্যে রাজশাহী ৮টি জেলাসহ সকল উপজেলার পূর্নাঙ্গ কমিটি গঠন করে সকল জেলা ও উপজেলা কমিটির সমন্ময়ে রাজশাহী বিভাগীয় পূর্নাঙ্গ কমিটি কেন্দ্রে প্রেরন করার জন্য নির্দেশ প্রদান করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দরা।

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে এনেছে গ্রামবাসী। এব্যাপারে আপনার মতামত কি?