আমজাদ শিবলু : সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ উপজেলার জিরুয়া গ্রামে মানবসেবামূলক সংগঠন ‘আলোকিত জিরুয়া-এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত জিরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে দুজন চিকিৎসকের তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবকদের সহায়তায় গ্রামের সাধারণ মানুষের ডায়াবেটিস, রক্তচাপ, রক্তের গ্রুপ নির্ণয়সহ বিভিন্ন প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হয়। এ সময় বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করা হয়।
এ কার্যক্রমে প্রায় ১৫০ জনের অধিক নারী-পুরুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। উক্ত মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন প্রবাসী ব্যবসায়ী বেলাল হোসেন, সাংবাদিক জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী মাসুদ সিদ্দিকী, গিয়াস উদ্দিন রাজু, ডিবিসি নিউজের প্রতিনিধি নোমান সিদ্দিকী, জাহিদুল ইসলাম সিদ্দিকী, ফখরুল ইসলাম সোহাগ, সালাউদ্দিন, মিজানুর রহমান, ইকবাল হুসাইন, সারোয়ার হোসেন,
মিজানুর রহমান মুন্সী, মাহমুদুল মামুন, সাংবাদিক জহিরুল ইসলাম, সোলায়মান রুবেল, মাইনুদ্দিন হৃদয়সহ সংগঠনের স্বেচ্ছাসেবকবৃন্দ। উল্লেখ্য, করোনা মহামারির সময় ২০১৯ সালে ‘আলোকিত জিরুয়া’ সংগঠনটি যাত্রা শুরু করে। তখন থেকেই অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবিক নানা কার্যক্রম পরিচালনা করছে সংগঠনটি।
এর মধ্যে রয়েছে—রমজানে ইফতার ও ঈদ উপহার বিতরণ, বন্যার্তদের ত্রাণ সহায়তা, অসুস্থদের চিকিৎসা সহায়তা, নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরণ এবং সদ্য ইসলাম গ্রহণ করা এক ব্যক্তিকে আত্মনির্ভরশীল করতে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া।
ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের মাধ্যমে সংগঠনটি আরও একবার মানুষের পাশে দাঁড়িয়েছে। স্থানীয়দের দাবি, এই কার্যক্রম যেন ধারাবাহিকভাবে চালু থাকে।