আক্কাছ আলী মুন্সিগঞ্জ প্রতিনিধি
নারায়নগঞ্জের বন্দরের ডাকাত সন্দেহ মানসিক ভারসাম্যহীন এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম লিটন মল্লিক (২৮)। গত ১৪ জুন রাতে বন্দর এলাকার ফরাজীকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লিটন মল্লিক মুন্সিগঞ্জ শহরের শ্রীপল্লী এলাকার মৃত রঘুনাথ মল্লিকের ছোট ছেলে।
পরিবারের দাবী কিছু না যেনে মানসিক ভারসাম্যহীন লিটনকে হত্যা করে কিছু অতি উৎসাহী মানুষ।
নিহত লিটনের বোনের স্বামী রতন চন্দ্র বলেন, লিটন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে। সে রাস্তা রাস্তা ঘুরে বেড়াতো। কয়েকদিন ধরে লিটন নারায়নগঞ্জের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছে। আমাদের স্বজনরা তাকে বিভিন্ন জায়গায় খুঁজে বেড়িয়েছে। কিন্তু পায়নি।
নিহত লিটনের বড় ভাই বিক্রম মল্লিক বাদী হয়ে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তিনি বলেন, একটা মানুষকে দেখলেই বোঝা যায়। কে ভালো আর কে পাগল।
মানুষের মাঝের আর মনুষ্যত্ব বলতে কিছুই নেই। আমরা এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার চাই। যারা এ হত্যা কান্ডের সাথে জড়িত তাদের আইনের আওতায় আনা হউক।
নারায়নগঞ্জের বন্দর থানার ইন্সপেক্টর তদন্ত মো. সাইফল ইসলাম বলেন, গত ১৪ তারিখ রাতে বন্দর এলাকার ফরাজিকান্দা গ্রামে ডাকাত সন্দেহ এক যুবককে পিটিয়ে হত্যা করে গ্রামবাসী। পরিবার সূত্রে জানতে পারি নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামী করে হত্যা মামলা দায়ের করে। এ হত্যার ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। বাকী আসামীদের ধরতে পুলিশ কাজ করছে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।