আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার,মাইক্রোবাস ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন। নিহতের নাম শেখ ইবনে হিরো (৩৫) । তিনি গোপালগঞ্জ জেলার কাশীয়ানীর ঘোনাপাড়া গ্রামের বাসিন্দা।
শুক্রবার (২০ জুন) রাত ৮ টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় ঢাকামুখী লেনে ওই দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায় এক্সপ্রেসওয়ের পাশে থামানো একটি প্রাইভেটকারের বিকল চাকা সংস্কার কাজ করছিলেন প্রাইভেটকারের চালক এবং চালকের সহযোগী এক্সপ্রেসওয়ের পাশে দাঁড়িয়ে সিগনাল দিচ্ছিলেন।
এ সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস প্রাইভেটকারের পেছনে এসে ধাক্কা দেয় এবং মাইক্রোবাসের পেছনে যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে এক্সপ্রেসওয়ের পাশে দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারের চালকের সহযোগী মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত।
আহত হয় আরও ৪ জন। তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন বলে নিশ্চিত করেছেন শ্রীনগর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ দেওয়ান আজাদ।
অপর আহতদের স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। যাত্রী বাহী বাস ও মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনার পর আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।