শেখ নজরুল ইসলাম, (তালা উপজেলা প্রতিনিধি)
আজ ১৬ জুন ২০২৫, খুলনায় ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র বীমা দাবী পরিশোধ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।১৬ জুন খুলনা নগরীর নিউ মার্কেট এলাকায় এনএলআই টাওয়ার -৩ তে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন খুলনা এরিয়া প্রধান মোঃ লিটন হাওলাদার। প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানীর সহকারী ব্যাবস্থাপনা পরিচালক বাহার উদ্দিন মজুমদার, বিশেষ অতিথি ছিলেন এভিপি কাজী মুকতুল হোসেন। সভায় খুলনা এরিয়ার ৪শতাধিক বীমা কর্মী অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি গ্রাহকদের মাঝে ১ কোটি ৭৩ লক্ষ টাকার বীমা দাবীর চেক হস্তান্তর করেন। এ সময় তিনি বলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানী ১৯৮৫ সালে প্রতিষ্ঠার পর থেকে ৪১ বছর সুনামের সাথে কাজ করে যাচ্ছে। দাবি পরিশোধে এশিয়ার মধ্যে প্রথম স্থান অর্জন করেছে।
বর্তমানে কোম্পানীর লাইফ ফান্ড ৫,৯৭৩ কোটি টাকা, বিনিয়োগ ৬,৫৬৮ কোটি টাকা ও মোট সম্পদ ৬৭৩১ কোটি টাকা এবং কোম্পানীর মোট বিক্রিত বীমা পলিসি সংখ্যা প্রায় ৭৩ লক্ষাধিক। এসময়
অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন খুলনা জোন প্রধান অনিমেষ কুমার দাস, বাগেরহাট জোন প্রধান মাহবুবুর রহমান, সাতক্ষীরা জোন প্রধান আবুল কালাম, ডুমুরিয়া জোন প্রদান আমার কৃষ্ণ গোলদার, মোড়লগঞ্জজন জোন প্রধান মোঃ মহসিন হোসেন, আশাশুনি জোন প্রধান মোঃ আফজাল হোসেন সহ আরো অনেকে।