মনিরুল ইসলাম ,নাটোর প্রতিনিধি:
নাটোরে সেনাবাহিনীর একটি গোপন অভিযানে দেশীয় অস্ত্রসহ ছয়জন সংঘবদ্ধ দুস্কৃতিকারীকে আটক করা হয়েছে। সেনাবাহিনীর দাবি, এই অভিযানের মাধ্যমে একটি সম্ভাব্য নাশকতা ও চাঁদাবাজির পরিকল্পনা নস্যাৎ করা সম্ভব হয়েছে, যা স্থানীয়ভাবে জননিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৫ জুন রাত ১টার দিকে নাটোর সদর উপজেলার শংকরভাগ এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর একটি টহল দল।
অভিযানের সময় ওই ছয়জন ব্যক্তি পাশের গ্রামে চাঁদাবাজি ও পূর্বের শত্রুতার জেরে সহিংস নাশকতা চালানোর উদ্দেশ্যে পরিকল্পনায় লিপ্ত ছিলেন বলে জানাসেনাবাহিনীর দ্রুত ও কৌশলী অভিযানে ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয়ভাবে তৈরি বিপজ্জনক অস্ত্র উদ্ধার করা হয়।
এসব অস্ত্র ব্যবহারের মাধ্যমে তারা এলাকায় ভয়ভীতি সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চেয়েছিল বলে অভিযোগ আটককৃত ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
জব্দকৃত অস্ত্রগুলোও পুলিশের কাছে হস্তান্তর করা সেনাবাহিনীর এই তৎপরতায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। অনেকেই জানান, সম্প্রতি এলাকাটিতে অপরাধমূলক কর্মকাণ্ডের আশঙ্কা বাড়ছিল, যার ফলে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।
সেনাবাহিনীর এই অভিযান স্থানীয় জনমনে নিরাপত্তার অনুভূতি ফিরিয়ে এনেএ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকেও দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। নিরাপত্তা নিশ্চিত রাখতে ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।