চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি এবং চসিকের সাবেক মেয়রপ্রার্থী ড. শাহাদাত হোসেন বলেছেন, “বিএনপি কখনো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসেনি, আর ভবিষ্যতেও আসবে না। বিএনপি জনগণের দল, গণতন্ত্রের শক্তি। জনগণের ভোটেই আমরা ক্ষমতায় যেতে চাই এবং যাব।”
শনিবার (১৪ জুন) দুপুরে চট্টগ্রামে বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ড. শাহাদাত বলেন, “আওয়ামী লীগ ২০১৪ ও ২০১৮ সালে রাতের আঁধারে, প্রশাসন ও পুলিশের সহায়তায় যেভাবে ভোটডাকাতি করেছে, তা ইতিহাসে কালো অধ্যায় হয়ে থাকবে। জনগণ জানে কারা আসলে পেছনের দরজার রাজনীতি করে।”
তিনি বলেন, “১৯৯১ সালের নির্বাচন হোক বা ২০০১ সালের নির্বাচন—বিএনপি সবসময় জনগণের ম্যান্ডেটেই ক্ষমতায় এসেছে। আমরা কোনো সামরিক ছায়া বা চক্রান্তের আশ্রয় নেইনি। বরং বিএনপি-ই গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আন্দোলন করেছে, রক্ত দিয়েছে।”
ড. শাহাদাত আরও বলেন, “ মানুষ এখন জেগে উঠেছে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা আর জনগণের ভোটাধিকার নিশ্চিত করতেই বিএনপি রাজপথে রয়েছে।”
তিনি বলেন, “আমরা চাই নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক। যেখানে জনগণ ঠিক করবে কে ক্ষমতায় আসবে। ষড়যন্ত্র করে নয়, গোপন দরজা দিয়ে নয়—বিএনপি সবসময় গণতান্ত্রিক পথেই চলবে।”
বক্তব্যের শেষাংশে তিনি দৃঢ়ভাবে বলেন, “পেছনের দরজায় বিএনপি বিশ্বাস করে না, জনগণের ম্যান্ডেটই আমাদের একমাত্র শক্তি।”
গত কালকে আমাদের দেশ নায়ক তারেক রহমান ও ড. ইউনুস যে বৈঠক করেছে তাতে করে যারা নির্বাচন পিছানোর চিন্তা করেছিল ,তাদের আশায় গুরে বালি হয়ে গেছে।