রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
৪ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

সারাদেশ

নিষেধাজ্ঞা শেষে মহিপুর মৎস্য বন্দরে ইলিশ ক্রয় বিক্রয় শুরু

নিউজ ডেস্ক

প্রকাশঃ ০৫ নভেম্বর ২০২৪, ০১:৪৪

নিষেধাজ্ঞা শেষে মহিপুর মৎস্য বন্দরে ইলিশ ক্রয় বিক্রয় শুরু

সাইফুল ইসলাম সাগর,(কলাপাড়া উপজেলা)
প্রতিনিধি।

দেশের তৃতীয় বৃহত্তম মৎস্য বন্দর মহিপুরে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হতেই শুরু হয়েছে ইলিশ সহ অন্যান্য মাছের আহরণ।

আমরা জানি, মা ইলিশের বাধাহীন প্রজননের জন্য ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ছিল সমুদ্র ও নদীতে মাছ শিকারের উপর ২২ দিনের নিষেধাজ্ঞা। গতকাল মধ্য রাত থেকে নিষেধাজ্ঞা শেষ হওয়ার সাথে সাথে সমুদ্র ও নদীতে মাছ শিকারের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন পটুয়াখালীর উপকূলীয় জেলেরা। কয়েক ঘন্টার ব্যবধানে নদীতে মাছ শিকারী জেলেদের জালে ধরাপরা ইলিশ সহ অন্যান্য প্রজাতির মাছ নিয়ে সকাল থেকে মৎস্য বন্দর মহিপুরে আসতে শুরু করেন জেলেরা ।

মাছ নিয়ে ঘাটে আসা এসব বোট থেকে উত্তোলন, বাছাই, প্যাকেটিং এবং পরিবহনের জন্য ব্যস্ত সময় পার করছেন বন্দরের মৎস্য পেশাজীবীরা।

জেলার বিভিন্ন নদী ও বঙ্গোপসাগরে মাছ শিকারে যাওয়া জেলেরা এরই মধ্যে ফিরেছে কাংখিত ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে। এতে হাসি ফুটেছে জেলে সহ মৎস্য সংশ্লিষ্টদের মুখে। এভাবে জেলেদের জালে মাছ ধরা পড়লে পিছনের ধারদেনা কাটিয়ে উঠতে পারবেন এমনটি জানিয়েছেন জেলেরা।

তবে গভীর সাগরে অবস্থানরত জেলেরা আগামী দুই তিন দিনের মধ্যে তীরে ফিরতে পারেন বলে জানিয়েছে মৎস্য আড়ৎ ব্যবসায়ীরা।

জেলে মোঃ সফিক মিয়া বলেন আমরা সরকারি নিয়ম মেনে নিষেধাজ্ঞা শেষে মাছ শিকার করেছি এবং আশানুরূপ ইলিশ সহ অন্যান্য মাছ পেয়েছি।

জেলে হারুন ফরাজি বলেন, আমারা আশানুরূপ মাছ পেয়েছি এবং চাহিদা অনুযায়ী দান কম থাকায় আশানুরূপ বিক্রয় মূল্য পাইনি। আশাকরি আবহাওয়া আমাদের অনুকূলে থাকলে পূর্বে যে লোকসান পরতে হয়েছে তা পূরণ করতে পারবো।

বন্দরে শ্রমিক মোঃ আজগর আলী বলেন আমরা দীর্ঘ ২২দিন কর্মহীন অবস্থায় অবসর সময় পাড় করেছি। এখন আমার কাছে ভালো লাগছে। কাজের মাধ্যমে ব্যস্তময় সময় পার করছি। উপকূলের অনেক জেলেই আশানুরূপ বিক্রয় মূল্য না পেয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

এ সম্পর্কিত আরো খবর