নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি :
‘আমাদের পছন্দের নোবেলজয়ী ইউনূস দায়িত্বে রয়েছেন। তাহলে নির্বাচন নিয়ে এতো টালবাহানা কেন?’ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খাইরুল কবির খোকন
শনিবার (৩১ মে) দুপুরে নরসিংদীর মাধবদীতে এসপি স্কুল মিলনায়তনে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মাধবদী পৌরসভা বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের পছন্দের নোবেলজয়ী ইউনূস দায়িত্বে রয়েছেন। তাহলে নির্বাচন নিয়ে এতো টালবাহানা কেন? কোনো কারণে যদি এই স্বৈরাচারী আওয়ামী লীগ পুনর্বাসিত হয়, তাহলে তার দায় বর্তমান সরকারকে নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘হাসিনার সময় শুনতাম- আগে উন্নয়ন, পরে নির্বাচন। আর এখন শুনি- আগে সংস্কার, পরে নির্বাচন। তাহলে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের সুর আর বর্তমান অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের সুর এক ও অভিন্ন।’
মাধবদী পৌরসভা বিএনপির সভাপতি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ডা. মো. জাকারিয়া, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, বিএনপি নেতা প্রকৌশলী মফিজুল ইসলাম,
আব্দুল বাতেন শাহিন, আনোয়ার হোসেন আনু এবং সাবেক ছাত্রদল নেতা কাজী ওয়াসিমসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।
পরে অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং তবারক বিতরণ করা হয়।