র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২ এর একটি বিশেষ মাদকবিরোধী অভিযানে রাজধানীর কলাবাগান থানাধীন নর্থ সার্কুলার রোড (ভুতের গলি) এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা, নগদ অর্থ ও একটি পুলিশ ইউনিফর্মসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন: ১। হীরা আক্তার প্রেনা (৩৫), থানা – কলাবাগান, ডিএমপি, ঢাকা২। মোঃ নজরুল ইসলাম (৪৩), থানা – কলাবাগান, ডিএমপি, ঢাকা
অভিযানে তাদের ভাড়া বাসা থেকে ৪,৬৪০ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ১,২৩,৯৫০ টাকা এবং এক সেট পুলিশ ইউনিফর্ম উদ্ধার করা হয়।
র্যাব-২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে—দুই মাদক ব্যবসায়ী সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ মাদক এনে রাজধানীর কলাবাগান এলাকায় অবস্থান করছে এবং বিক্রির প্রস্তুতি নিচ্ছে। এর প্রেক্ষিতে র্যাব-২ গোয়েন্দা নজরদারী জোরদার করে এবং ২৪ মে ২০২৫ ইং দুপুরে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে। আসামি নজরুল ইসলাম স্বীকার করে, সে পুলিশের পোশাক পরে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাদক পরিবহন করত, যাতে সন্দেহ এড়িয়ে যেতে পারে।
র্যাব-২ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উল্লেখ্য, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
খান আসিফ তপু
সিনিয়র সহকারী পুলিশ সুপার
র্যাব-২

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে এনেছে গ্রামবাসী। এব্যাপারে আপনার মতামত কি?