ফয়সাল হোসাইন সনি, বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুন নাহার কর্তৃক সাংবাদিক গোলজার রহমানকে ফোনে হুমকি দেয়ার ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক অডিওতে সাইফুন নাহারকে বলতে শোনা যায়, “আপনি সাংবাদিকতা কেমনে করেন দেখে নেবো।”
ঘটনার সূত্রপাত ঘটে যখন সাংবাদিক গোলজার রহমান তার নিজস্ব ফেসবুক অ্যাকাউন্টে উপজেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে একাধিক শিক্ষকের অভিযোগ তুলে একটি পোস্ট দেন।
ওই অভিযোগে দুর্নীতি, হয়রানি ও ঘুষ গ্রহণের মতো গুরুতর বিষয় উঠে আসে। এর জবাবে সাইফুন নাহার সাংবাদিককে ফোনে হুমকি দেন বলে অভিযোগ করেন গোলজার।
এই বিষয়ে জানতে চাইলে সাংবাদিক গোলজার রহমান বলেন, “উপজেলা শিক্ষা অফিসারের এমন হুমকি সাংবাদিকতার স্বাধীনতায় সরাসরি হস্তক্ষেপ। আমি তার বিভাগীয় শাস্তি দাবি করছি।”
বগুড়া জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজোয়ান হোসেন বলেন, “সাংবাদিকদের হুমকি দেয়া অত্যন্ত লজ্জাজনক। বিষয়টি আমি কর্তৃপক্ষকে জানাবো। তবে যেহেতু ডিজি মহাদয় তদন্ত করছেন, আমি সরাসরি কিছু বলতে পারছি না।”
ঘটনার পর স্থানীয় সাংবাদিক সংগঠনগুলো একযোগে প্রতিবাদ জানিয়ে সাইফুন নাহারের বিরুদ্ধে দ্রুত বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ ধরনের আচরণ গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। সাংবাদিকদের মতপ্রকাশের স্বাধীনতা রক্ষা করা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক শর্ত,
এবং এ বিষয়ে যথাযথ তদন্ত ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট মহল।

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে এনেছে গ্রামবাসী। এব্যাপারে আপনার মতামত কি?