মো. হাসনাইন আহম্মেদ, ভোলা প্রতিনিধিঃ
ভোলার জনপ্রিয় মাল্টিমিডিয়া ‘ভোলা প্রকাশ’ এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রতিষ্ঠাতা সম্পাদক বিজয় বাইন এর জন্মদিন উপলক্ষে আজ বুধবার (২১ মে) এক বর্ণাঢ্য আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
“গৌরবের ৫ বছর”—এই স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভোলার সিনিয়র ও তরুণ সংবাদকর্মী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি এবং আইনপ্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা।
‘ভোলার গণমানুষের কথা বলে’ এই প্রত্যয়ে পথচলা ভোলা প্রকাশ এর মূল স্লোগান “সত্য ও ন্যায়ের পক্ষে”—এই আদর্শকে ধারণ করে বিগত পাঁচ বছর ধরে এ গণমাধ্যমটি নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা করে আসছে।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘ভোলা প্রকাশ শুধু একটি অনলাইন পোর্টাল নয়; এটি একটি নির্ভীক কণ্ঠস্বর, যা সাধারণ মানুষের দাবি, সমস্যা ও সম্ভাবনাকে তুলে ধরেছে’।
অনুষ্ঠান শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী এবং সম্পাদক বিজয় বাইন এর জন্মদিন উদযাপন করা হয়। প্রাণবন্ত এই আয়োজনে সকলের অংশগ্রহণে অনুষ্ঠানটি স্মরণীয় ও অর্থবহ হিসেবে গড়ে ওঠে।

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে এনেছে গ্রামবাসী। এব্যাপারে আপনার মতামত কি?