আক্কাছ আলী, মুন্সিগঞ্জ
মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিজ বাড়ি থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম আমির শেখ (৭০)। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আবিরপাড়া গ্রামের দোতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষের মেঝেতে পড়ে থাকা অবস্থায় ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। নিহত আমির শেখ একই গ্রামের প্রয়াত কোরবান আলী শেখের ছেলে।
নিহতের দোতলা ভবনের নিচতলার ভাড়াটিয়া নাসিমা বেগম জানান, সকালে ট্যাংকে পানি তোলার মোটর ছাড়ার জন্য ভবনমালিক আমিরকে ডাকতে দোতলায় যান তিনি। এ সময় ওপরে ওঠার সিঁড়িসংলগ্ন একটি কক্ষের মেঝেতে আমির শেখকে পড়ে থাকতে দেখা যায়। তিনি ভয় পেয়ে চিৎকার করলে অন্য ভাড়াটিয়ারা ছুটে আসেন। এরপর থানায় খবর দেন।
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান, ভাড়াটিয়াদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ভবনের দ্বিতীয় তলায় বৃদ্ধ একাই থাকতেন। তার চার মেয়ের বিয়ে হয়ে গেছে। স্ত্রী ঢাকায় এক মেয়ের সঙ্গে থাকেন।

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে এনেছে গ্রামবাসী। এব্যাপারে আপনার মতামত কি?