বকলাপাড়া (পটুয়াখালী) :
পটুয়াখালীর উপকূলীয় অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ মৎস্য বন্দর মহিপুরে অনুষ্ঠিত হয়েছে মহিপুর মাঝি মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেড-এর পরিচিতি সভা। ১৮ মে (রবিবার) বিকেল ৫টায় মহিপুর মৎস্যবন্দর গাজী মার্কেটে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সমিতির নবনির্বাচিত সভাপতি সফিকুল ইসলাম মৃধা।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ ফজলু গাজী।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্বাস আলী,মহিপুর এস.আর.ও.এস.বি. এস. লিমিটেড-এর সভাপতি মোঃ সাইফুল ইসলাম সোহাগ,
মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সহ-সভাপতি রাজু আহম্মেদ রাজা,মহিপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান,
সাধারণ সম্পাদক মোঃ সজিব হাওলাদার,
মহিপুর প্রেস ক্লাবের সদস্য মিজানুর রহমান রিপন
সভায় প্রধান অতিথির বক্তব্যে হাজী মো. ফজলু গাজী বলেন, জেলেরা জীবন বাজি রেখে সমুদ্র থেকে মাছ আহরণ করেন। তাদের শ্রমের যথাযথ মূল্যায়ন করতে হবে। পাশাপাশি মাদকমুক্ত কর্মপরিবেশ গড়ে তোলা এবং জেলে সদস্যদের উপর নজরদারি বাড়ানোর জন্য মাঝিদের নির্দেশ দেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা সমবায় কর্মকর্তা মোঃআব্বাস আলী বলেন, সমিতির সকল সদস্যকে নিয়মিত সঞ্চয় জমা করার অভ্যাস গড়ে তুলতে হবে এবং সকল কার্যক্রমে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
প্রধান আলোচক মোঃ তরিকুল ইসলাম বলেন, মাদক ও জুয়া মানুষের জীবনকে ধ্বংস করে দেয়। তিনি জেলেদের এসব থেকে দূরে থাকার আহ্বান জানান।
অন্যান্য বক্তারা সমবায় সমিতির গুরুত্ব, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, উপকূলীয় এলাকার হাজার হাজার মৎস্যজীবীর জীবন ও জীবিকা রক্ষায় একটি সংগঠিত ও শক্তিশালী সমিতির কোনো বিকল্প নেই। এ ধরনের উদ্যোগ মৎস্যজীবীদের অধিকার আদায় ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নবগঠিত কমিটির তালিকা:
সভাপতি: মো. সফিকুল ইসলাম মৃধা
সহ-সভাপতি: মো. আব্দুল জলিল
সম্পাদক: মো. ফজলুল হক
কোষাধ্যক্ষ: মো. মাহতাব উদ্দিন
ব্যবস্থাপনা কমিটির সদস্য: আবুল কাশেম প্যাদা, নেপাল চন্দ্র গাইন, মো. ইব্রাহিম খান, মো. খোকন মৃধা,
মোঃ শাহ জালাল খান
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহিপুর সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আয়ুব আকন ফিরোজ।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে এনেছে গ্রামবাসী। এব্যাপারে আপনার মতামত কি?