সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদের পলাতক চেয়ারম্যান হাবিবুর রহমানকে পুলিশ আটক করেছে। বুধবার (১৪ মে) বিকেলে পাটগ্রামের গুচ্ছগ্রাম বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের দহগ্রাম ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বাড়িতে অবস্থান করছেন—এমন তথ্য পেয়ে পাটগ্রাম থানা পুলিশ অভিযান চালায়। অভিযানকালে তার বাড়ির পার্শ্ববর্তী গুচ্ছগ্রাম বাজার থেকে তাকে আটক করা হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) স্বপন কুমার সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “হাবিবুর রহমানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। প্রাথমিক তদন্ত শেষে তাকে আদালতে গ্রেফতারি দেখানো হবে।” তিনি আরও উল্লেখ করেন, আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাবিবুর রহমান দীর্ঘদিন ধরে পুলিশের রাডার এড়িয়ে চলছিলেন। তার বিরুদ্ধে চলমান মামলাগুলোর তদন্তে এ আটকাদেশ কার্যকর করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেফতারকৃত হাবিবুর রহমানকে পাটগ্রাম থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ চলছে বলে পুলিশ সূত্রে নিশ্চিত করা হয়েছে। আদালতের অনুমতি সাপেক্ষে শিগগিরই তাকে মামলার প্রক্রিয়ায় যুক্ত করা হবে বলে জানানো হয়।