আমজাদ শিবলু : সেনবাগ উপজেলা প্রতিনিধি
নোয়াখালীর সেনবাগ উপজেলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ মে) দিবাগত গভীর রাতে সেনবাগ থানা পুলিশের একাধিক টিম পৃথক অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—উপজেলার ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়নের ৪ নম্বর জিরুয়া ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল মতিন ভূঁইয়া (৬০)। তিনি বিস্ফোরক ও অস্ত্র আইনের একটি মামলার আসামি।
অপরজন হলেন ছাতারপাইয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন (২২), যিনি একটি রাজনৈতিক সহিংসতার মামলায় অভিযুক্ত।
সেনবাগ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হযরত আলী মিলন জানান, গ্রেফতার হওয়া উভয় ব্যক্তি নিষিদ্ধ ঘোষিত দলীয় কার্যক্রমে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
তাদের বিরুদ্ধে দায়ের করা পৃথক মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার (১৪ মে) দুপুরের পর নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানএই ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে এনেছে গ্রামবাসী। এব্যাপারে আপনার মতামত কি?