নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার আটপাড়ায় বর্ষবরণ অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা দায়ের করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের প্রশাসনিক প্রশাসনিক কর্মকর্তা মোতাহার হোসেন। মঙ্গলবার দুপুরে আটপাড়া থানায় উপজেলা যুবদলের সদস্য সচিব নূর মোহাম্মদ খান ফরিদকে প্রধান আসামি করে বিশেষ ক্ষমতা আইনে এ মামলা দায়ের করা হয়।
এর আগে সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি বর্ষবরণের ছবি দেখে তারা অনুষ্ঠানে হামলা করেন। এ সময় অনুষ্ঠান সঞ্চালক কে মারপিট করা সহ ইউএনও ও বিভিন্ন দপ্তরে কয়েকজন কর্মকর্তাকে লাঞ্ছিত করেন তারা।
মামলায় আটপাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব ফরিদকে প্রধান আসামি করে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১২ জনকে আসামি করা হয়।
নাম উল্লেখ করা অন্য দুই আসামিরা হলেন-উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক, কামাল মিয়া ও মোতাসছির হোসেন ওরফে কাইয়ুম।
মামলার আজহার সূত্রে জানা গেছে, প্রশাসন আয়োজিত ১৪ এপ্রিল ১লা বৈশাখ সোমবার সকাল থেকে আটপাড়া উপজেলার মুক্তমঞ্চে বর্ষবরণের অনুষ্ঠান চলছিল। এতে বিভিন্ন সামজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে দ্বিতীয় পর্ব শুরু হয়।
অনুষ্ঠানে হামলার সময় ‘উপজেলা প্রশাসন বিদ্যানিকেতন’ এর শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করছিল। আকস্মিকভাবে উপজেলা যুবদলের সদস্য সচিব নূর মোহাম্মদ খান ফরিদ, যুগ্ন আহ্বায়ক মোতাসছির হোসেন ও কামাল মিয়ার নেতৃত্বে বেশ কয়েকজন নেতা-কর্মী অনুষ্ঠানে হামলা করে এবং ইউএনওকে অনুষ্ঠান বন্ধ করতে বলেন।
ইউএন কারণ জানতে চাইলে মঞ্চের ব্যানারে কেন স্থান হিসেবে ‘উপজেলা পরিষদ বঙ্গবন্ধু চত্তর’ লেখা হয়েছে? এ কথা বলে মোতাসছিরের নেতৃত্বে নেতা-কর্মীরা মঞ্চে উঠে শিক্ষার্থীদের নামিয়ে দিয়ে মঞ্চে থাকা ব্যানার ছিঁড়ে ফেলেন। এ সময় অনুষ্ঠানের সঞ্চালক কে মারপিট করেন তারা যখন অনুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাকে লাঞ্ছিত করেন
ভাটপাড়া উপজেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন বলেন, বর্ষবরণ অনুষ্ঠানে আমি নেত্রকোনায় ছিলাম। তবে সদস্য সচিব নূর মোহাম্মদ খান ফরিদ সহ যারা বর্ষবরণ অনুষ্ঠানে হামলা করেছে সেটি অত্যন্ত নিন্দনীয় কাজ।
নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ডঃ রফিকুল ইসলাম হেলালী বলেন, আটপাড়ায় বর্ষবরণ অনুষ্ঠানে হামলার ঘটনা অবগত হয়েছি। জেলা বিএনপি ও উপজেলা বিএনপি’র মিটিং করেছি। আটপাড়া যুবদলের সদস্য সচিব নূর মোহাম্মদ খান ফরিদ সহ হামলাকারীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠিয়েছি।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বলেন, পহেলা বৈশাখে উপজেলা প্রশাসনের বর্ষবরণ অনুষ্ঠানে হামলার ঘটনায় উপজেলা যুবদলের সদস্য সচিব নূর ফরিদকে প্রধান আসামি করে মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের অভিযান চলছে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?