পহেলা বৈশাখ।বাংলা মাসের প্রথম দিন । বাংলা নতুন বছরের শুরু।বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হয়েছে নতুন বাংলা বর্ষ ১৪৩২ বঙ্গাব্দ। বৈশাখ আর বাঙালি মিলেমিশে একাকার বাংলায়। তাই পহেলা বৈশাখ নিয়ে উচ্ছ্বাসের যেন শেষ নেই বাঙালির। এদিন নানানা আয়োজনে বর্ষবরণ করা হয়ে থাকে দেশে।
ভোরের নতুন সূর্য ওঠার মধ্য দিয়ে ১৪৩২ বঙ্গাব্দের প্রথম প্রভাতে শুরু হয় বর্ষবরণ। নানা আয়োজনে উৎসব আনন্দে নীলফামারীতে পালিত হয়েছে বাঙ্গালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ।
উৎসবকে ঘিরে ছিল আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। সোমবার (১৪ এপ্রিল) সকালে সাড়ে ৯টায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে শহরের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এতে অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার এ.এফ.এম তারিক হোসেন খান সহ সরকারি কর্মকর্তা, সাংস্কৃতিক কর্মী, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। আনন্দ শোভাযাত্রাটি শহরের ডিসি গার্ডেনে এসে শেষ হয়। এরপর সেখানে এতে লোকগান, নৃত্য, আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে বাংলার লোকজ সংস্কৃতিকে তুলে ধরা হয়।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?