নাজমুল হক চৌধুরী, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী জেলার ঐতিহ্যবাহী নরসিংদী সরকারি কলেজে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সকাল থেকেই উৎসব মূখর পরিবেশে জাঁকজমকপূর্ণ ভাবে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন চলে।
নববর্ষের প্রথম সকালে কলেজ চত্বর থেকে এক বর্ণিল র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীসহ শত শত মানুষ বাঙ্গালী ঐতিহ্যবাহী সাজে সজ্জিত হয়ে র্যালিতে অংশ নেন। রঙিন ব্যানার, ফেস্টুন, মুখোশ এবং ঐতিহ্যবাহী প্রতিকৃতি র্যালিকে নতুন প্রাণের উচ্ছ্বাস এনে দেয়।
র্যালি শেষে কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। স্থানীয় শিল্পীরা ছাড়াও কলেজের শিক্ষার্থীরা নৃত্য, সংগীত, কবিতা আবৃত্তি ও নাট্য পরিবেশনার মাধ্যমে তুলে ধরেন হাজার বছরের বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের নানা রূপ। সকাল থেকে দুপুর পর্যন্ত চলে এই আয়োজন।
নববর্ষের এই আয়োজনকে প্রশংসা জানিয়ে শিক্ষার্থীরা জানান, নববর্ষ শুধু উৎসবই নয়, বরং এটি ছিলো বাঙালি সংস্কৃতি ও চেতনার এক মিলনমেলা। ফ্যাসিবাদী সরকারের বিদায়ের পর এবার প্রথম নতুন ভাবে সকলে মিলেমিশে নববর্ষ উদযাপন করতে পেরে সকল শিক্ষার্থী উচ্ছ্বসিত।
নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাক আহমেদ জানান, হাজার বছরের বাঙ্গালী ঐতিহ্যের প্রধান উৎসব নববর্ষ। বাঙ্গালি সংস্কৃতি, অসাম্প্রদায়িক চেতনা পরবর্তী প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে সকলে মিলে নববর্ষ কে নতুন আঙ্গিকে উদযাপন করা হয়েছে। এমন উদ্যোগে শিক্ষার্থীরা যেমন , তেমনি অভিভাবক ও এলাকাবাসীর কাছেও প্রশংসিত হয়েছে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?