আজ পহেলা বৈশাখ।বাংলা মাসের প্রথম দিন আজ। বাংলা নতুন বছরের শুরু।বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হবে নতুন বাংলা বর্ষ ১৪৩২ বঙ্গাব্দ। বৈশাখ আর বাঙালি মিলেমিশে একাকার বাংলায়। তাই পহেলা বৈশাখ নিয়ে উচ্ছ্বাসের যেন শেষ নেই বাঙালির। এদিন নানা আয়োজনে বর্ষবরণ করা হয়ে থাকে দেশে। ভোরের নতুন সূর্য ওঠার মধ্য দিয়ে ১৪৩২ বঙ্গাব্দের প্রথম প্রভাতে শুরু হয় বর্ষবরণ।
তেমনি ভাবে নীলফামারী জেলার ডোমার উপজেলায় পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩২ পালন করা হয়েছে। ১৪ এপ্রিল (সোমবার) উপজেলা প্রশাসন , ডোমার পৌর সভা ও ডোমার নাট্য সমিতির আয়োজনে বর্ষবরণের আনন্দ শোভাযাত্রা পালন করা হয়।
আনন্দ শোভা যাত্রাটি সকাল ১০ টায় ডোমার উপজেলা পরিষদ থেকে একটি বর্নাঠ্য আনন্দ র্যা লি বের হয়ে ডোমার শহরে এসে কিছুক্ষণ দাড়িয়ে থেকে আবার র্যাালিটি ডোমার নাট্যমঞ্চে এসে শেষ হয়। অতঃপর নাট্য মঞ্চে পহেলা বৈশাখ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব নাজমুল আলম, উপজেলা নাট্য মঞ্চের দায়িত্বে থাকা বিভিন্ন কর্মকর্তা, ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, ডোমার উপজেলা স্কাউটের সদস্যগণ,, ডোমার উপজেলার বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা ও কলেজের শিক্ষার্থী শিক্ষক সহ ডোমার উপজেলার সাধারণ জনগণ।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?