পটুয়াখালীর গলাচিপায় উপজেলা বিএনপির আয়োজনে বাংলা নববর্ষ পহেলা বৈশাখ-১৪৩২ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে সোমবার সকাল ৮টায় গলাচিপা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দলীয় নেতা-কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বাংলার ঐতিহ্যবাহী পানতা ভর্তা পরিবেশন করা হয়।
পরে সেখানে গলাচিপা থিয়েটারের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুনের নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার, সহসভাপতি মো. জাহাঙ্গীর হোসেন খান, আব্দুস সালাম মৃধা, খন্দকার মিজানুর রহমান ও পঙ্কজ দেবনাথ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাকসুদ আলম তালুকদার, মো. মাসুম বিল্লাহ, মিয়া মো. মাসুম বিল্লাহ ও মো. আমিরুল ইসলাম,
সাংগঠনিক সম্পাদক খন্দকার মশিউর রহমান শাহিন ও আসাদুজ্জামান সবুজ, কৃষি বিষয়ক সম্পাদক মো. সাগর খান, পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহমান জিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আলী জিন্নাহ্ ও সদস্য সচিব মো. ফজলুল হক শাকিল, উপজেলা মৎস্য দলের আহবায়ক মো. চুন্নু মৃধা ও সদস্য সচিব মো. উজ্জ্বল মিয়াসহ উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?