মো,ছাইদুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
সোমবার (১৪ এপ্রিল) সকাল ১০ টায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে জগদল আদিবাসী স্কুল ও কলেজ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে কলেজ চত্ত্বর প্রদক্ষিণ করেন।
এ সময় শোভাযাত্রায় জগদল আদিবাসী স্কুল ও কলেজর অধ্যক্ষ মো,ইলিয়াস আলম, সিনিয়ার প্রভাষক, আবুল বয়ান মো,আব্দুরজ্জাহের,শিক্ষক প্রতিনিধি মো,নুরে আলম,প্রভাষক মো,আল কাফি,সত্যেন্দ্রনাথ মাহাতো,সহকারি প্রধান শিক্ষক মো,বকুল হোসেন,
সহকারি শিক্ষক মো,লিয়াকত আলী,মো,মতিয়ার রহমান, মো, মামুনর রশিদ, ইন্সট্রাক্টর মো,ছাইদুল ইসলাম, অফিস সহঃ আব্দুর রউফ,সাহাদত হেসেন মুনছুর রহমানসহ অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
পরে বর্ষবরণ শোভাযাত্রা শেষে সকলেমিলে পান্তা খাওয়ার আয়োজন করা হয়।পান্তায় ছিল বাঙালি ঐতিহ্যের কাঁচামরিচ, পিয়াজ, আলু ভর্তা ও মসুর ডালের ভর্তা। পান্তা আয়োজন পেয়ে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা সবাই বেশ খুশি।
এবছরের বর্ষবরণ সম্পর্কে অধ্যক্ষ মো,ইলিয়াস আলম বলেন, বাংলা নববর্ষ আমাদের ঐতিহ্যের একটা অংশ। প্রতিবছর এই দিনটিকে নানা আয়োজনে আমরা পালন করি।
যাতে করে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের ঐতিহ্য ভুলে না যায়। প্রতিটি মানুষকে তার অতীত ভুলা উচিত নয়। অতীতকে আমাদের মনে রাখতে হবে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?