আক্কাছ আলী, মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নের বিদগাওঁ গ্রামে চাদাঁ না দেওয়ায় এক কৃষকের জমি জোড় করে দখলের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক আব্দুল হাই বকাউল বাদী হয়ে টঙ্গিবাড়ী থানায় রবিবার দুপুর ১২টার দিকে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও বাদীর সাথে কথা বলে জানাগেছে, উপজেলার বিদগাও মৌজার ১৭৯ একর ২০ শতাংশ জমি আব্দুল হাই বকাউল ৬০ বছর যাবৎ বাবার সলেনামা মূলে পৈত্রিক ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হয়ে ভোগ দখল করে আসছেন।
বিদগাঁও গ্রামের মোঃ মামুন সরদার (৩২) এবং পাশের শরিয়তপুর জেলার কুন্ডেরচর গ্রামের মোঃ এনামুন আকন (২৮), মোঃ সুমন আকন (৩০), মোঃ সামছু আকন (৩৫), মোঃ সাকিল মীর (২৭), মোঃ বাবু শেখ (২৫) দির্ঘদিন যাবৎ ওই সমস্ত জমি চাষাবাদ করতে হলে ৫ লক্ষ টাকা চাদাঁ দাবি করে আসছিল।
পরে চাঁদা না দেওয়ায় আব্দুল হাই বকাউলের ১৪২ শতাংশ জমি শনিবার বেলা ১১টার দিকে জোর করে দখলে নেয় মামুন সর্দার গংরা। এ ঘটনায় ভুক্তভোগী আব্দুল হাই বকাউল বাদী হয়ে টঙ্গিবাড়ী থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ ব্যাপারে আব্দুল হাই বকাউল বলেন, আমি আমার পিতার ওয়ারিশ সুত্রে প্রাপ্ত হয়ে ৬০বছর যাবৎ ওই সম্পত্তি ভোগ দখল করতেছি। ওরা ওই এলাকায় খুবই প্রভাবশালী ওরা আমার কাছে ৫ লাখ টাকা চাদাঁ চায়।
চাদাঁ না দেওয়ায় ওরা রামদা , ঢাল, সরকি, ককটের নিয়ে এসে আমার জমি জোড় করে দখল করছে। আমাকে হুমকি দিচ্ছে ওদের ভয়ে আমি বাড়িতে বসবাস করতে পারছিনা। আমি ওদের বিচার চাই।
এ ব্যাপারে অভিযুক্ত সামছু আঁকন বলেন, ওর কোন কাগজ পত্র নাই জমিও নাই। ওর কাছে কেন আমি চাদাঁ চাইতে যাবো। ভুতু হালদার আওয়ামীলীগ থাকতে জমি দখল কইরা খাইছে। ওই জমি আমাগো আমাদের কাগজ আছে।
এ ব্যাপারে হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান বলেন, ওরা আব্দুল হাই বকাউলকে খুব ডিস্টার্ব করতাছে। তাকে মেরে ফেলার হুমকি দিচ্ছে।
এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানার ডিউটি অফিসার এসআই জাহিদ বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?