নাটোর প্রতিনিধি :
নাটোর সদর উপজেলার বড় হরিশপুর এলাকার কান্দিভিটা নামক এলাকায় জামিয়াতুল নুরানিয়া মাদ্রাসার ৩য় তলা থেকে মোঃ সিয়াম (১৪) নামের এক মাদ্রাসা ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৩ এপ্রিল) সকাল ছয়টার টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মাদ্রাসার ছাত্র মোঃ সিয়াম সে নওগাঁ জেলার মান্দা উপজেলার চেরাকপুর এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে। সে ওই মাদ্রাসায় মক্তব বিভাগে পড়াশোনা করতেন।
জানা যায়, ওই মাদ্রাসার শিক্ষক ও ছাত্ররা সিয়াম কে খোজাখুজির একপর্যায়ে মাদ্রাসার ৩য় তলায় একটি রুমে ফ্যানের সাথে গোলায় রশি দিয়ে তার লাশটি দেখতে পায়। পরে পুলিশ কে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেন। নিহতের পরিবারের লোকজনদের ধারণা সিয়াম সে একা একা গোলায় রশি দিয়ে আত্নহত্যা করেনি। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত সাপেক্ষে বেবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর নিকট দাবি জানিয়েছেন নিহতের পরিবারের লোকজন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করে নিহতের লাশটি উদ্ধার করেছে, ও ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে লাশটি পাঠানো হয়েছে।

এই সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে কি আপনি মনে করেন?